বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজনেস-টু-বিজনেস (B2B) প্ল্যাটফর্ম শপআপ এবার সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি স্যারি-এর সঙ্গে একীভূত হয়েছে। দুই প্রতিষ্ঠানের এই একীভূতকরণে গঠিত হয়েছে নতুন কোম্পানি ‘সিল্ক গ্রুপ’। আর নতুন গ্রুপ গঠনের পরপরই প্রতিষ্ঠানটি পেয়েছে ১১০ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা) বড় বিনিয়োগ।
ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার শাখা ‘সানাবিল ইনভেস্টমেন্টস’ এবং মার্কিন ধনকুবের পিটার থিয়েলের ‘ভ্যালার ভেঞ্চারস’ যৌথভাবে এই বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে। এছাড়া ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠান এই বিনিয়োগে অংশ নিয়েছে।
সিল্ক গ্রুপ মূলত উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারে বাণিজ্য বিস্তারে কাজ করবে। যদিও শপআপ ও স্যারি নিজেদের নামে আগের মতোই আলাদা ব্যবসা পরিচালনা করবে, তবে উভয়ের মূল মালিকানা থাকবে নতুন এই সিল্ক গ্রুপের অধীনে।
সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান জানান, ২০২৭ সালে প্রতিষ্ঠানটি স্টক এক্সচেঞ্জে আইপিও-তে যাওয়ার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, “আমরা মনে করি আইপিও-এর ক্ষেত্রে উপসাগরীয় বাজার খুবই রোমাঞ্চকর — বিশেষ করে সৌদি বাজার।”
সিল্ক ফাইন্যান্সিয়াল-এর অর্থায়ন শাখার প্রধান নির্বাহী মোহাম্মদ আলদোসারী জানান, আগামী ছয় মাস প্রতিষ্ঠানটি গ্রুপ পর্যায়ের লক্ষ্য পূরণে কাজ করবে। তিনি আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক আমাদের জন্য নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে।”







