মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রসব বেদনায় ভর্তি হওয়া এক গর্ভবতী নারীর অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে দু’ব্যাগ রক্তের প্রয়োজন হলে এগিয়ে আসেন মাগুরা আর্মি ক্যাম্পে কর্মরত দুই সেনাসদস্য। গর্ভবতী নারীর পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় রক্তের জন্য চেষ্টা করেও ব্যর্থ হন।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে নিরাশ হয়ে গর্ভবতী নারীর স্বামী সজিব হোসেন মাগুরা আর্মি ক্যাম্পে গিয়ে কমান্ডার মেজর শাফিনকে বিষয়টি জানান। সেনাবাহিনীর মানবিকতা ও দ্রুত পদক্ষেপে, সৈনিক কাউসার ও সৈনিক ইমন তাৎক্ষণিকভাবে রক্তদান করেন। এরপর সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় সুস্থ জমজ পুত্রসন্তান।
সেনাসদস্যদের এই মানবিক উদ্যোগে প্রাণে বাঁচেন মা ও তাঁর নবজাতকরা। সন্তান জন্মের পর এক সেনাসদস্য আজান দিয়ে নবজাতকের কানে তাকবীর শোনান। পরে আর্মি ক্যাম্পের পক্ষ থেকে নবজাতক ও প্রসূতির জন্য উপহারসামগ্রীও দেওয়া হয়।
এই ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ হলে সারাদেশে প্রশংসার জোয়ারে ভাসেন সেনাসদস্যরা। গর্ভবতী নারীর স্বামী ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষা নয়, মানবতার এক অনন্য দৃষ্টান্ত।
আর কে-০১







