Saturday, December 6, 2025

লোহাগড়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার দুই আসামি যশোরে আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিম পাড়ায় মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য আকবর হোসেন হত্যা মামলার দুই অভিযুক্তকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের বকচর বৌবাজার এলাকা থেকে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লাহুড়িয়া পশ্চিম পাড়ার মৃত রোস্তম মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (৫৫) এবং মৃত মাফুজার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (৩২)।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মার্চ বিকেলে সামাজিক ও পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন মুক্তিযোদ্ধা আকবর হোসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর র‍্যাব সদস্যরা আসামিদের লোহাগড়া থানায় হস্তান্তর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর