যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ও মিছিল করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে ঈদগাহ মোড়ে আয়োজিত এ সমাবেশে বক্তরা বলেন, ফিলিস্তিন মুসলমানরা আমাদের আত্মার অংশ। ইসরায়েলের চলমা বর্বরোচিত হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তরা আরও বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপের কামনা করা হয়। একই সাথে ইজরায়েলি সকল পণ্য বয়কটের দাবি জানিয়েছেন বক্তরা।
যশোর জেলা জামায়াতের অফিস সম্পাদক নূর-ই-আলী আল মামুনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি অধ্যপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যাপক মনিরুল ইসলম, শহর সভাপতি অধ্যাপক শামছুজ্জামান, শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি নজরুল ইসলাম হান্নান, সদর উপজেলা সেক্রেটারি আব্দুল হক, শহর শিবিরের সভাপতি ইব্রাহিম শামীম প্রমুখ। পরে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার স্ট্যান্ডে যেয়ে শেষ হয়।







