ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে টরেন্টো এফসির মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ সামনে থাকলেও পুরো শক্তির দলই নামান কোচ হাভিয়ের মাশচেরানো। মাঠে ছিলেন লিওনেল মেসি, সার্জিও বাস্কেটসসহ মূল একাদশের সবাই।
প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে মিয়ামি। তবে বিরতির ঠিক আগে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। ম্যাচে আরও দুবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে মিয়ামির। ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয়ে তাদের পয়েন্ট ১৪। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস। অন্যদিকে, টরন্টো ৭ ম্যাচে জয়হীন থেকে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪ নম্বরে।
এই ম্যাচেই নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। মিয়ামির হয়ে মাত্র ২৯ ম্যাচে ২৪ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন তিনি—মোট ৪৪টি গোলসংক্রান্ত অবদান। ক্লাবটির ইতিহাসে এত কম ম্যাচে এত বেশি অবদান এর আগে কেউ রাখতে পারেননি। মেসি পেছনে ফেলেছেন তার আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনকে, যিনি ৪৪ অবদানে পৌঁছেছিলেন ৬৭ ম্যাচে।
অনলাইন ডেস্ক