ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিতর্কিত মুসলিম ওয়াক্ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। এরই মধ্যে মণিপুরে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৭ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার সন্ধ্যায় লিলংয়ে ওয়াক্ফ সংশোধনী বিলকে সমর্থন করার অভিযোগে আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা। একই দিনে রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে লিলংয়ের একটি সমাবেশে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়।
প্রতিবাদে অংশগ্রহণকারীরা বিলটি মুসলিম সম্প্রদায়ের ওপর আঘাত হিসেবে দেখছেন এবং সংবিধানবিরোধী বলে অভিহিত করেছেন। বিভিন্ন এলাকায় প্রতীকী প্রতিবাদ ও স্লোগান-মিছিল হয়েছে। সকাল থেকেই নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকলেও পরে অতিরিক্ত বাহিনী নামানো হয়।
থৌবালের ইরোং চেসাবাতে এক সমাবেশ বন্ধ করতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। যদিও এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
অনলাইন ডেস্ক







