Friday, December 5, 2025

আগামীকাল থেকে শুরু চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’

রাজধানীতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ৪০টি দেশের প্রায় ৬ শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, সম্মেলনের মূল অনুষ্ঠানে দেশের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। এ সময় কিছু বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন। তাদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে বাংলাদেশ কীভাবে আরও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে, সে বিষয়ে ধারণা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন সফল বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে বলেও জানান বিডা চেয়ারম্যান। পাশাপাশি, বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, বাংলাদেশ বর্তমানে নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে নাসার সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য চুক্তি স্বাক্ষরের দিন জানানো হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর