কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোহাম্মদ ইউনুছ আলী মোড়লসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর প্রতিবাদ করায় মারপিটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় যুবদল নেতা রিপন সরদারের বাদী হয়ে বৃহস্পতিবার রাতে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। মামলায় ইউনুছ আলী মোড়ল, মোঃ কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাসেল মোড়ল, মোঃ সবুজ বিশ্বাসসহ অজ্ঞাত পরিচয় আরও ৯-১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, যখন মামলার বাদী মোঃ রিপন সরদার ও তার দলীয় অন্যান্যরা হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা করছিলেন। এ সময় উপস্থিত হয় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী মোড়ল এবং তার সঙ্গীরা। তারা বিতর্কে জড়িয়ে ড. মুহাম্মদ ইউনুস ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রতিবাদে যখন মামলার বাদীসহ অন্যরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তখন সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলায় আহত হন মোঃ মোবারেক হোসেন অনিক, মোঃ আবু সাঈদ, শফিকুল ইসলাম ও জামাল গাজী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।







