স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি: শনিবার যশোর সদরের চুড়ামনকাটি প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি সাংবাদিকরা বিভিন্ন আড্ডায় মেতে থাকেন। পরে দুপুরে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠানটি শেষ হয়।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ, সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহবত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহমেদ ফিট্টু, সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার কিনে, শহিদুল ইসলাম লিখন, মাহমুদুল হাসান মামুন, আলী রেজা রাজু, মাসুরা আলম লিজা প্রমূখ।
অনুষ্ঠান শেষে অসুস্থ প্রেসক্লাবের সহ সভাপতি আলমগীর কবীরকে দেখতে তার বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন সকল সাংবাদিকরা।







