Saturday, December 6, 2025

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর ছাত্রলীগের হামলা

যশোরে গতকাল শুক্রবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব হোসেন (২২)। এই ঘটনা ঘটেছে চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহের সামনে। এ সময় সাকিব হোসেন ও তার সহকর্মী ফরহাদসহ কয়েকজনের ওপর একযোগে আক্রমণ চালায় ছাত্রলীগের কর্মীরা।

জানা যায়, সাকিব হোসেন এবং তার সহকর্মী ফরহাদ ছাত্রলীগ নেতা শামিম হোসেন ও খলিল আহমেদসহ কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীর হাতে হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড, বাশের লাঠি, ধারাল চাকু ও ছুরি নিয়ে সাকিব ও তার সহকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।

হামলাকারীরা সাকিবের মাথায় রড দিয়ে আঘাত করে, যার ফলে তার মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। হামলার সময় শামিম হোসেন সাকিবের গলায় হাত দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। আক্রমণের পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

হামলার শিকার সাকিব হোসেন চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় সাকিব হোসেন কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর