Saturday, December 6, 2025

হামজা চৌধুরীর জাদুতে মুগ্ধ বাংলাদেশ: ফেসবুকে অনুসারী ১০ লাখ

বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন, তার প্রকৃষ্ট উদাহরণ মেলে বিশ্বকাপের সময়। যদিও নিজেদের দেশ বিশ্ব আসরে জায়গা করে নিতে পারেনি, তবু উন্মাদনায় কোনো কমতি থাকে না। পৃথিবীর অন্য প্রান্তের ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে ঘিরে থাকে অগাধ ভালোবাসা ও উন্মাদনা। তবে এবার সেই ভালোবাসার ছোঁয়া পেয়েছে বাংলাদেশের ফুটবলও।

সম্প্রতি ভারতের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে ড্র করেছে বাংলাদেশ। ফলে এশিয়া কাপে খেলার সম্ভাবনাও বেড়ে গেছে। এই অর্জনের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী। গত ২৫ মার্চ তিনি প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামেন।

অভিষেক ম্যাচেই ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নেন হামজা। ভক্তরা তাই হামজাকে ঘিরে শুরু করেন এক অনন্য ফুটবল উৎসব, যার প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এখনও অভিষেকের এক মাস পূর্ণ হয়নি, এর মধ্যেই ফেসবুকে হামজার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক মিলিয়ন বা ১০ লাখ!

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে হামজা ফেসবুকে লিখেছেন, ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।

উল্লেখযোগ্য বিষয় হলো, হামজা ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। ২০২৩ সালের ৮ অক্টোবর নিজের নামে ফেসবুক পেজ খুললেও তেমন নিয়মিত আপডেট দিতেন না। তবে বাংলাদেশে আসার পর তিনি নিজের ছেলেবেলার কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন, যা ব্যাপক সাড়া ফেলে।

হৃদয়ছোঁয়া সেই ভিডিওটি ইতোমধ্যেই দেখা হয়েছে ৫৩ লাখবার। হামজার দেশপ্রেম ও আবেগঘন উপস্থাপনায় মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই তার অনুসারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে শুরু করে, যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

এ যেন শুধু একজন খেলোয়াড়কে ভালোবাসার গল্প নয়, বরং দেশের হয়ে খেলা এক তরুণ প্রবাসী তারকার প্রতি পুরো জাতির আবেগঘন শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর