এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কায়সার হামিদ,ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আত তারিকসহ সংগঠনের সদস্যরা।
রায়গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকিরের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করছে। তার সাত বছর বয়সী কন্যা জিনিয়া দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের অন্য সদস্যদের শিক্ষার ব্যয় বহন করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সদস্যরা এই পরিবারকে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কায়সার হামিদ দরিদ্র জাকিরের পরিবারকে নিয়মিত শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, ফাউন্ডেশনের মহতী উদ্যোগের প্রশংসা করে তাদের ফ্রিল্যান্সিং কার্যক্রমের জন্য একটি ল্যাপটপ প্রদান করবেন বলেও ঘোষণা দেন।
এ প্রসঙ্গে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ বলেন, আমরা ত্রিমাত্রিক ফাউন্ডেশনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছি। ইতোমধ্যে আমরা ২৪টি প্রকল্প বাস্তবায়ন করেছি, যা সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।
ত্রিমাত্রিক ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজের দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি আশার আলো হয়ে উঠেছে, যা ঈদের আনন্দকে আরও সার্থক ও মানবিক করে তুলেছে।
আর কে-০১







