শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করেছেন। ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাই দলের মালিকানা কিনেছেন তিনি। তবে এটি বাস্তব ক্রিকেটের মাঠের লিগ নয়, বরং অনলাইন গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
ই-ক্রিকেট লিগটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। প্রথম মৌসুমে ২ লাখ খেলোয়াড় নিবন্ধন করলেও, দ্বিতীয় মৌসুমে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ১০ হাজারে। তৃতীয় মৌসুমে আরও বেশি অংশগ্রহণকারীর প্রত্যাশা করা হচ্ছে।
এই লিগের সম্প্রচার বিভিন্ন প্ল্যাটফর্মে করা হয়, যার মধ্যে রয়েছে জিও সিনেমা ও স্পোর্টস ১৮। এবার স্টার স্পোর্টসও যুক্ত হওয়ায় জিও হটস্টার অ্যাপেও সম্প্রচার হতে পারে।
সারা টেন্ডুলকার ক্রিকেট পরিবারের সদস্য হিসেবে এই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ই-স্পোর্টস দারুণ উত্তেজনাপূর্ণ। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাই দলের মালিক হয়ে আমি গর্বিত। নতুন প্রতিভাদের সঙ্গে যুক্ত হয়ে একটি শক্তিশালী দল গড়ার চেষ্টা করব। আশা করছি, ভবিষ্যতে আরও অনেকে এই খেলায় অংশ নেবে।”
শচীন টেন্ডুলকার এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলেন এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন। এবার পরিবারের আরেক সদস্য সরাসরি ক্রিকেটের নতুন ধরণে যুক্ত হলেন।
অনলাইন ডেস্ক







