যশোরের কোতোয়ালি থানাধীন চুরামনকাঠি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কাঠ দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। আহত মৃত মফিজুলের ছেলে সোহেল রানা (৩৮) বর্তমানে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) রাতের দিকে চুরামনকাঠি বাজারে বাবুর ফার্নিচারের দোকানের সামনে সোহেল রানা ও স্থানীয় কয়েকজন একত্রে চা পান করছিলেন। ওই সময় একই এলাকার রশিদ (৫৫) ও তার ছেলে মিঠু (২৪) সেখানে উপস্থিত ছিলেন।
সোহেল রানা মিঠুকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিলে মিঠু তা অপমানজনক মনে করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে তার বাবাকে সঙ্গে নিয়ে ফিরে আসে এবং ফার্নিচারের দোকানে থাকা কাঠ দিয়ে সোহেল রানার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।







