০-১, ১-১, ১-৩ থেকে ৩-৩, ৩-৪ এবং সর্বশেষ ৪-৪—রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচের এই স্কোরলাইনই বলে দিচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুতে কেমন উত্তেজনার রাত কেটেছে। নির্ধারিত সময় পেরিয়ে ১২০ মিনিটেও জয়-পরাজয় নির্ধারিত হয়নি। তবে প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।
স্প্যানিশ এই প্রতিযোগিতার ফাইনালে ওঠার লক্ষ্যে গতকাল (মঙ্গলবার) রাতে ঘরের মাঠে সোসিয়েদাদকে আতিথ্য দেয় কার্লো আনচেলত্তির দল। ড্র করলেই ফাইনালে উঠত রিয়াল, অন্যদিকে ২ গোলের ব্যবধানে জিততে হতো সোসিয়েদাদকে। প্রথম লেগে প্রতিপক্ষ সমানতালে লড়লেও, দ্বিতীয় লেগে কিছুটা পিছিয়ে ছিল। তবে আক্রমণে তারা ছিল আরও ধারালো।
৭১ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থাকা ম্যাচে শেষ পর্যন্ত ছয়টি গোল হয়েছে। সেমিফাইনালের দুই লেগেই গোল করেছেন এন্ড্রিক ফিলিপে। এ ছাড়া জ্যুড বেলিংহাম, অঁরেলিয়ে চুয়ামেনি ও অ্যান্তোনিও রুডিগার একটি করে গোল করেন। ২৬ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল, অন্যদিকে সোসিয়েদাদের ১১ শটের ৫টি লক্ষ্যে ছিল। তাদের পক্ষে ডেভিড আলাবার আত্মঘাতী গোল ছাড়া আন্দের বাররেনেচিয়া একবার ও মিকেল ওয়ারজাবাল দু’বার স্কোরশিটে নাম তোলেন।
লা লিগায় তেমন সুযোগ না পাওয়া এন্ড্রিককে কোপা দেল রেতে নিয়মিত খেলান আনচেলত্তি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও তার প্রতিদান দিয়ে চলেছেন। ম্যাচের শুরুতেই ওভারহেড কিকে গোলের চেষ্টা করেন তিনি, যা লক্ষ্যে ছিল না। প্রথমে ভিনিসিয়ুসের জোরালো শট ঠেকান সোসিয়েদাদ গোলরক্ষক, এরপর প্রতিপক্ষের নেওয়া শট রিয়ালের জালের পাশে লাগে।
১৬তম মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় সোসিয়েদাদ। ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক লুনিনকে পরাস্ত করেন বাররেনেচিয়া। তবে ৩০তম মিনিটে ভিনিসিয়ুসের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত এক চিপ শটে সমতা ফেরান এন্ড্রিক। চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল করেছেন তিনি।
৭২ মিনিটে আত্মঘাতী গোল করেন আলাবা। এরপর ওয়ারজাবালের শট তার পায়ে লেগে দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায়, ৩-১ এ পিছিয়ে পড়ে রিয়াল। তবে ৮২ ও ৮৬ মিনিটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ভিনিসিয়ুসের পাস থেকে বেলিংহাম গোল করে ব্যবধান কমান, এরপর কর্নার থেকে চুয়ামেনি হেডে সমতা ফেরান।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ারজাবাল হেডে গোল করে অ্যাগ্রিগেটে ৪-৪ সমতা ফেরান, ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১১৫তম মিনিটে কর্নার থেকে রুডিগার গোল করে জয় নিশ্চিত করেন রিয়ালের।
অনলাইন ডেস্ক







