Friday, December 5, 2025

রিয়ালের নতুন কান্ডারি এমবাপে: ছুঁলেন রোনালদোকেও

চলতি মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও এখন তিনি রিয়ালের অন্যতম ভরসা। শুরুর ধীরগতির পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে বদলে গেছেন এই ফরাসি তারকা।

গতকাল লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলের দারুণ এক জয় পেয়েছে। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। আর দলের জয়ের নায়ক ছিলেন এমবাপে, করেছেন জোড়া গোল।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি কীর্তিও স্পর্শ করেছেন এমবাপে। রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো। লেগানেসের বিপক্ষে গোল করে এমবাপেও ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। সামনে সুযোগ রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার।

এমবাপের এমন উত্থানে মুগ্ধ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। রোনালদোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা এই কোচের বিশ্বাস, এমবাপেও পর্তুগিজ মহাতারকার মতো কিংবদন্তি হয়ে উঠতে পারেন।

আনচেলত্তি বলেন, ‘আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাটা কঠিন। তবে আমি চাই রোনালদো রিয়ালের জার্সিতে যা অর্জন করেছে, এমবাপেও সেই অর্জনটা করুক। আমার মতে, এমন কিছু করার জন্য এমবাপের সব সম্ভাবনাই রয়েছে। যদি তা করতে পারে, তাহলে রিয়ালের কিংবদন্তি হয়ে উঠবে।’

রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ ১৬টি ট্রফি জয় করেছেন রোনালদো। ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও তিনি। এমবাপেও সেই পথে হাঁটতে পারেন—এমনটাই বিশ্বাস রিয়াল কোচ আনচেলত্তির।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর