Saturday, December 6, 2025

যশোরে পূর্ব শত্রুতার হামলায় একজন আহত

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হামিদপুর ওসমানের স্বমিলের ভেতরে গরু খাওয়ানোর সময় তার উপর হামলা চালানো হয়।

আহত রফিকুল ইসলাম ঝুমঝুমপুর বিজিবি এলাকার আব্দুল মতিনের ছেলে।

অভিযুক্তরা হলেন, মান্দারের ছেলে আকাশ, আবুলের ছেলে আব্দুল হালিম, আনোয়ারের ছেলে আওয়াল ও ইসলাম পিত অজ্ঞাত। তারা সকলেই সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্তরা কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি মারধর করে রফিকুল ইসলামকে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশকে জানিয়েছে, তারা এবিষয়ে খোজখবর নিচ্ছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর