নড়াইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নড়াইল-২ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের কৌশল সাজাতে একের পর এক বৈঠক করছে। এই ধারাবাহিকতায় ২৮ মার্চ শুক্রবার গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন নূর ইসলাম নড়াইল-২ আসনের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে একান্ত বৈঠক করেছেন।
স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মূলত নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা মাঠপর্যায়ে কাজ করছি, কিন্তু আরও সুসংগঠিত পরিকল্পনার প্রয়োজন। এই বৈঠকে আমরা সে বিষয়েই আলোচনা করেছি।”
সূত্র জানায়, বৈঠকে মূলত নির্বাচনী কৌশল, সংগঠনের বর্তমান অবস্থা এবং ভোটারদের মনোভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় নেতারা মাঠপর্যায়ের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে গণধিকার পরিষদের অবস্থান নিয়ে নিজেদের মতামত জানান।
লায়ন নূর ইসলাম বলেন, “গণধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার রক্ষার পক্ষে। সামনে নির্বাচন, তাই আমাদের আরও সুসংগঠিত হতে হবে। জনগণের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের লড়াই গণতন্ত্রের, জনগণের অধিকার প্রতিষ্ঠার। সামনে কঠিন সময় আসছে, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
বৈঠকে উপস্থিত নেতারা মনে করেন, গণধিকার পরিষদ তুলনামূলক নতুন দল হওয়ায় সংগঠনের ভিত আরও শক্তিশালী করতে হবে। এক নেতা বলেন, “বড় দলগুলোর সাথে প্রতিযোগিতা করতে হলে আমাদের আরও কৌশলী হতে হবে। সংগঠনের শক্তি বাড়ানো এখন সময়ের দাবি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদ কতটা প্রভাব ফেলতে পারবে, তা এখনই বলা কঠিন। তবে দলটি যদি সঠিকভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারে, তাহলে আগামী নির্বাচনে চমক দেখানোর সুযোগ থাকবে।
বৈঠকের পরপরই একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে লায়ন নূর ইসলামকে স্থানীয় নেতাদের সঙ্গে দেখা যায়। রাজনৈতিক মহলে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, গণধিকার পরিষদ এবার সত্যিই মাঠে নামতে প্রস্তুত।
রাজনৈতিক মঞ্চের পরিবর্তন কতটা হবে, তা সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, গণধিকার পরিষদ নির্বাচনের আগেই নিজের অবস্থান জানান দিতে চাইছে।







