Friday, December 5, 2025

জুমাতুল বিদায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত মসজিদ

মহব্বত আলী, চুড়ামনকাটি প্রতিনিধি: রমজান মাসের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। দিনভর রোজা রেখে ইবাদত-বন্দেগিতে মশগুল থেকে জুমার নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

রমজানের শেষ দশক নাজাতের অংশ হিসেবে বিবেচিত হয়। এ সময় মুসলিম উম্মাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা, নামাজ, দোয়া ও কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকেন। শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন। বিশেষ করে গাজা, ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য মোনাজাত করা হয়।

এছাড়া দোয়ার মাধ্যমে মুসলিমদের গুনাহ মাফ, মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত ও জীবিতদের সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। দেশের শান্তি, উন্নয়ন এবং সকল প্রকার দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষার জন্যও বিশেষ দোয়া করা হয়।

রমজানের শেষ দিকে এসে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়ে মসজিদগুলোর পরিবেশ আরও আবেগময় হয়ে ওঠে। সবাই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরবর্তী বছর আবারও রমজান পাওয়ার জন্য প্রার্থনা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর