Saturday, December 6, 2025

নড়াইলে ইলিয়াস শেখ হত্যা মামলার তিন আসামি আটক

নড়াইল সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ইলিয়াস শেখ হত্যা মামলায় তিন আসামিকে আটক করেছে যশোর পিবিআই। গত ২৬ মার্চ রাতে চন্ডিপুর ও রতডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চন্ডিবরপুর গ্রামের জকির মোল্লার ছেলে মিনারুল মোল্লা (২১), কালামিয়া হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৪০) এবং আতিয়ার রহমানের ছেলে তারেক বিল্লাহ (১৯)।

পিবিআই জানিয়েছে, নিহত ইলিয়াস শেখ চার বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফিরে গরুর খামার ও কৃষিকাজ করতেন। সামাজিক দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তিনি জঙ্গলবাধাল গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আসামি রাবেনের বাড়ির কাছে পৌঁছালে ছয়জন মিলে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী একটি মামলা করেন। নড়াইল সদর থানা পুলিশ তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। তবে আসামিরা চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিলে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেয় যশোর পিবিআইকে। তদন্তের ধারাবাহিকতায় পিবিআই যশোরের এসআই শরীফ এনামুল হক ২৬ মার্চ রাতে মিনারুল ও সেলিমকে চন্ডিরামপুর গ্রাম থেকে এবং তারেককে রতডাঙ্গা গ্রাম থেকে আটক করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর