আজ ২৬ রমজান, ইসলাম ধর্মের অন্যতম পবিত্র ও মহিমান্বিত রাত শবে কদর। পবিত্র কোরআনে এই রাতকে ‘হাজার মাসের চেয়ে উত্তম’ বলা হয়েছে। আজ রাতে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসহ বাংলাদেশেও শবে কদর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন।
শবে কদর বা লাইলাতুল কদর হল এমন এক রাত, যে রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য অফুরন্ত রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করে দেন। হাদিসে বর্ণিত আছে, এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়।
যশোরসহ সারা দেশের বিভিন্ন মসজিদে আজ রাতব্যাপী বিশেষ ইবাদত ও দোয়ার আয়োজন করা হয়েছে। মসজিদগুলোতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ বাসস্থানেও ইবাদত করবেন।
ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, এই রাতে বেশি বেশি তওবা, ইস্তেগফার ও দোয়া করা উচিত। পাশাপাশি দরিদ্র ও অভাবীদের সাহায্য করার জন্যও বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে।
যশোরের বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, শবে কদর উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত ইবাদত-বন্দেগিতে কাটিয়ে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন।







