Saturday, December 6, 2025

বাঘারপাড়ার পৌর মেয়র বাচ্চুর বিরুদ্ধে নানা অভিযোগে মানবন্ধন

যশোরের বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থলুট ও নারী কেলেঙ্কারীর অভিযোগে বাঘারপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। মানবববন্ধনে আগামী পৌর নির্বাচনে নেতাকর্মীরা  আওয়ামীলীগের মনোনয়ন না দেয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া পৌর এলাকার আওয়ামী লীগ সমর্থিত জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মেয়র কামরুজ্জামান বাচ্চুর অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে হ্যান্ডবিলের মাধ্যমে তা বিতরণ করা হয়। বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সদ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার প্রতিকের বিপক্ষে অবস্থান নিয়ে আনারস প্রতিকের পক্ষে ভোট করেছেন। আগামী পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নের জন্য তিনি (বাচ্চু) প্রতিনিয়ত ঢাকাসহ বিভিন্ন প্রান্তে তদবির চালাচ্ছেন। উপ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে তিনি কিভাবে নৌকার মনোনয়ন দাবি করেন। পৌরসভার চাকুরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় সাড়ে ২১ লাখ টাকা নিয়ে প্রতারণা করছেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ। ৩০-৩৫ হাজার টাকা দামের স্ট্রিট লাইট ক্রয় করে ১ লাখ ২০ হাজার টাকা দাম নির্ধারণ করে অতিরিক্ত অর্থ আত্মসাত করেছেন। মানব বন্ধনের বক্তারা আরো অভিযোগ করে বলেন, ঠিকাদারী লাইসেন্সের নবায়ন বিজ্ঞপ্তি দিলেও লাইসেন্স না করে নিজের  চাচা, চাচাত ভাই ও আত্মীয়দের লাইসেন্সে কাজ বন্টন করে আসছে। তিনি সব টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করান অখ্যাত পত্রিকায়। এডিবিসহ বিভিন্ন প্রকল্পের নামে, বেনামে কাজ দেখিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়েছেন। পৌরসভার ভবন সংস্কারের নামে অনিয়ম লুটপাট, ডেঙ্গুমশা নিধনের টাকা আত্মসাত করেছেন। করোনাকালীন সময়ে দুঃস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ না করে নিজের হোফাজতে রেখে তা নষ্ট করেছেন। শহর অবকাঠামো প্রকল্পের আওতায় নদীর জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার চেষ্টা করছেন। মেয়র কামরুজ্জামান বাচ্চুর স্বজনদের নেওয়া ঠিকাদারী কাজে পৌরসভার ট্রাক, রুলার ব্যবহার হলেও সেগুলোর ভাড়া পৌরসভার রাজস্ব ফান্ডে জমা করা হয়নি। এমনকি সরকারী ক্রয়কৃত গভীর নলকূপের গায়ে নিজের (বাচ্চুর) নাম খোদাই করে লেখা হয়েছে, সেইসাথে তাদের কাছ থেকে অর্থ আদায়ও করা হয়েছে। পৌরসভার সকল উন্নয়নমূলক কাজে অনিয়ম দুর্নীতি রয়েছে এমন দাবি করেন উপস্থিত বক্তারা। মানববন্ধনের বক্তারা দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি জানান আগামী পৌর নির্বাচনে যেন কামরুজ্জামান বাচ্চুকে আওয়ামীলীগের মনোনয়ন না দেওয়া হয়। একই সাথে তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়। মানববন্ধনে উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও  পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন ।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর