Sunday, April 27, 2025

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টা থেকে যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল)-এ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান। এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। মুক্তিযোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর