Sunday, April 27, 2025

কপিলমুনি ঐতিহ্যবাহী বারুণী মেলা স্নানোৎসবে সীমাবদ্ধ

আঃ সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপোতাক্ষ নদ খননের ফলে নদীর প্রবাহ সচল থাকলেও কপিলমুনির ঐতিহ্যবাহী মহাবারুণী মেলা এখন স্নানোৎসবের মধ্যে সীমাবদ্ধ। খুলনার পাইকগাছায় কপিলমুনির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে প্রতি বছর হাজারো পুণ্যার্থী গঙ্গা স্নানে অংশ নেন। আগে মেলাকে কেন্দ্র করে পক্ষকালব্যাপী বিভিন্ন দোকানপাট, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকত।

তবে, সদিচ্ছার অভাব, পর্যাপ্ত জায়গার সংকটসহ নানা কারণে ৪০০ বছরের ঐতিহ্যবাহী কপিলমুনি মহাবারুণী মেলা হারিয়ে যেতে বসেছে। বুধবার রাতে শুরু হওয়া স্নান বৃহস্পতিবার কপিলমুনি কালীবাড়ি ঘাটে গঙ্গা স্নানের (বারুণীর স্নান) মধ্যে সীমাবদ্ধ ছিল। এবছর মেলায় তেমন কোনো দোকান বসেনি, নেই কোনো চিত্তবিনোদনের ব্যবস্থা। ফলে এটি শুধুমাত্র স্নানোৎসব হিসেবে রয়ে গেছে।

মেলার আয়োজন না থাকায় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে তাদের দোকান টিকবে মাত্র ১-২ দিন। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক কপিলমুনি বারুণী মেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো মানুষের সমাগম হতো, কিন্তু এবছর শুধুমাত্র স্নানেই সীমাবদ্ধ রয়েছে মেলা। স্থানীয়দের মতে, ঐতিহ্য রক্ষায় যথাযথ উদ্যোগ নিয়ে বারুণী মেলার পূর্ণাঙ্গ আয়োজন করা প্রয়োজন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর