চুড়ামনকাটি প্রতিনিধি: ঈদ সামনে রেখে ব্যস্ততম যশোর-ঝিনাইদহ মহাসড়কে বুধবার সকাল থেকে চুড়ামনকাটি বাজার এলাকায় ছয় ঘণ্টাব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক কিলোমিটারজুড়ে এ যানজট চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয়দের মতে, মহাসড়কের ওপর নির্মিত সলিং রাস্তা মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, একটি ১০ চাকার ট্রাক সলিংয়ের ওপর উঠতে গিয়ে আটকে পড়ে, যার ফলে পুরো সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে চুড়ামনকাটি বাজার থেকে যশোর সেনানিবাস অভিমুখে এবং ঝিনাইদহ অভিমুখে কাজী কলেজ পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়দের সহযোগিতায় ধীরে ধীরে যানজট নিরসন হয়। তবে এসময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। যানজটে আটকে পড়া চালক ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
স্থানীয়রা দ্রুত মহাসড়কের সলিং সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন যানজটের পুনরাবৃত্তি না ঘটে।