চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি মুন্সি মেহেরুল্লাহ দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি ফেরদৌস পারভিন এর যোগদান উপলক্ষে মাদ্রাসায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ছাতিয়ানতলা কে, আই সিনিয়র মাদ্রাসার সভাপতি তৈয়ব হোসেন, ছাতিয়ানতলা কে, আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী হাফিজুর রহমান বাকি বিল্লাহ, কাশিমপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম তরফদার, ইঞ্জিনিয়র ইকবাল হোসেন, নতুন কমিটির সদস্য সচিব আলী হাসান, অভিভাবক সদস্য বিলাশ আহম্মেদ, সাধারণ শিক্ষক সদস্য রকিব উদ্দিন, যুবনেতা মিলন হোসেন, জামাল হোসেন, আহসান হাবিব রজব আলী প্রমূখ।
উল্লেখ্য ফেরদৌস পারভিন চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের স্ত্রী।
চুড়ামনকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।







