চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলার আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তীরেরহাট শহীদ ইদ্রিস আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মিজানুর রহমান। রবিবার বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম মিটিং অনুষ্টিত হয়। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক জাকির হোসেন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।প্রথম মিটিংয়ে বিদ্যালয়ের শিক্ষকসহ অনন্যা সদস্যগন উপস্থিত ছিলেন।
এদিকে, নব-নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাহিকুল আযম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, আবুল খালেক, বিপ্লব গাজী, মাস্টার শিমুল হোসেন, মীর মিজান, আজিজুল ইসলাম, হায়দার আলী, আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামিম কবীর ওয়াসিম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বাদশা, সেচ্ছাসেবক দলের নেতা আসলাম হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।