বিভিন্ন গন্তব্যে এয়ারলাইন্সগুলোর টিকিট ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে কমানোর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। আজ রোববার (২৩ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল এ উদ্যোগের প্রশংসা করে।
আটাব জানায়, সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের টিকিট ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, যা সাধারণ যাত্রীদের জন্য স্বস্তির বিষয়। সংগঠনের সভাপতি আব্দুস সালাম আরেফের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানায়।
সাক্ষাৎকালে আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ যাত্রীদের জন্য টিকিট প্রাপ্তি সহজ ও সাশ্রয়ী করতে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৭ সালের আইন সংশোধন করা হলে টিকেটের বাজারে সিন্ডিকেট ভাঙবে এবং যাত্রীরা ন্যায্যমূল্যে টিকিট ক্রয় করতে পারবেন।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে একদিনের বৈঠকে সকল সমস্যা শোনা হয় এবং সমাধানের পথ বের করা হয়। নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কেউ ব্যত্যয় ঘটাতে না পারে, তা নিশ্চিত করতে আমরা কঠোর নজরদারি রাখছি।’
সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে বাজারে কৃত্রিম টিকিট সংকট কমেছে এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের মূল্যও কমেছে। এই পরিবর্তন যাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে বলে মনে করছে আটাব।