Sunday, April 27, 2025

যশোরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা, বিএনপি-জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চান্দুটিয়া মইনুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টায় কামারবাড়ি মোড় এলাকায়।

ইব্রাহিম হোসেনের ভাই দাউদ হোসেন জানান, শনিবার রাতে তার ভাই বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী রড, পাইপ ও বিদেশি টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়। আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদ হোসেন অভিযোগ করেন, ওই এলাকার বিএনপি-জামায়াত কর্মী রায়হান, সুজন, কুদ্দুস ও সাগর এই হামলার সঙ্গে জড়িত। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলেও তিনি জানান।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর