Sunday, April 27, 2025

যশোরে বিএনপির পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর