Friday, December 5, 2025

বাবরের রেকর্ড ভেঙে নেওয়াজের দুর্দান্ত সেঞ্চুরি

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ উইকেট হাতে রেখে জয় পায় সফরকারীরা।

পাকিস্তানের হয়ে ম্যাচের নায়ক ছিলেন হাসান নেওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ম্যাচেই দেখালেন ঝলক, করলেন বিধ্বংসী এক সেঞ্চুরি। মাত্র ৪৫ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে ভেঙেছেন পাকিস্তানের হয়ে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দুর্দান্ত শুরু করেন। ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ পৌঁছায় ২০৪ রানে। তবে এত বড় লক্ষ্যও পাত্তা পেল না নেওয়াজের ব্যাটিং তাণ্ডবে।

আগের দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন হাসান নেওয়াজ। কিন্তু আজকের ইনিংসে তিনি প্রমাণ করলেন নিজের সামর্থ্য। তাঁর সঙ্গে বাবর আজমও খেলেছেন গুরুত্বপূর্ণ ৭৪ রানের ইনিংস। দুই ব্যাটসম্যানের দাপটেই ২৪ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

এই জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। পরবর্তী ম্যাচে দুই দলই সিরিজ জয়ের জন্য লড়াই করবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর