Friday, December 5, 2025

যশোরে বুদ্ধি প্রতিবন্ধী নারী অন্তসত্ত্বা, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

যশোরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী অন্তসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই এলাকার এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছিলেন। সম্প্রতি শারীরিক পরীক্ষার পর জানা যায়, চার মাস আগে ওই নারী অন্তসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারীর বড়বোন রেলস্টেশন এলাকার হজু মোল্লার পালক ছেলে ওসমান রহিতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগে ভুক্তভোগীর বড়বোন উল্লেখ করেছেন, তাদের বাড়ি ও রহিতের বাড়ি পাশাপাশি ছিল। রহিত তার বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন এবং বুদ্ধি প্রতিবন্ধী ছোট বোনের সরলতার সুযোগ নেন। গত বছরের ১০ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে রহিত তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তার বোন বিয়ের কথা বললে রহিত সময় ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে, তার বোন আর রহিতের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি না হলে, জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অসুস্থ হয়ে পড়লে জানতে পারেন তিনি অন্তসত্ত্বা। রহিতকে বিয়ের কথা বললে তিনি তালবাহানা করতে থাকেন এবং শেষে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এমনকি আইনি ব্যবস্থা নিলে ক্ষতি করার হুমকি দেন।

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন যে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্যরা বুধবার রহিতকে ডেকে ঘটনার সত্যতা জানতে চান এবং সে ঘটনার কথা স্বীকার করেন। ঘটনার পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। রহিত স্থানীয়দের সামনে প্রতিবন্ধী নারীকে বিয়ের আশ্বাস দেন। তবে রাতে রহিত ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং যারা শালিসে অংশ নিয়েছিলেন তাদের হুমকি দেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানায়, অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর