Monday, April 21, 2025

লোহাগড়ায় নাশকতা মামলার আসামি মিন্টু মোল্লা আটক

লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের শ্রমিক দলের নেতা জাহিদুল আলম বাদী হয়ে গত ১৩ নভেম্বর ২০২৪ সালে মোট ১৩৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলাটি ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪ ধারায় রুজু করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের তবিবর মোল্লার ছেলে মো. মিন্টু মোল্লা (৪২) কে লোহাগড়া পৌর ভবন থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন লোহাগড়া উপজেলা গেট সংলগ্ন এলাকায় ছাত্র জনতা ও বিএনপির কিছু কর্মীর ওপর বিস্ফোরকসহ নাশকতা চালানো হয়, যার ফলে কয়েকজন ছাত্র ও বিএনপি কর্মী আহত হন।

লোহাগড়া থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, “নাশকতা মামলার আসামি মিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর