বাঘারপাড়ায় নবাগত ওসি ফিরোজ উদ্দীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি পুলিশের সাথে সাংবাদিকদের তথ্য আদান প্রদানের সুবিধার্থে থানা পুলিশ/প্রেস নামে একটি হটসএ্যাপ গ্রুপ খোলেন। এতে করে পুলিশ ও সাংবাদিকদের যোগাযোগ মাধ্যমের নতুন মাত্রা যোগ হয়। যা পুলিশের সাবির্ক পরিস্থিতি উপস্থাপনে সহায়ক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, বাঘারপাড়া থানা পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। এক্ষেত্রে তিনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বাঘারপাড়া থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সহ-সভাপতি খান কে এম শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক প্রভাষক অনুপম দে, চন্দন দাস, আজম খাঁন, প্রদ্বীপ বিশ্বাস,এমএ আওয়াল, শামিম রেজা, আক্তারুজ্জামান,নুর হোসেন লালটু, তরুন মন্ডল, তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ







