Friday, December 5, 2025

যশোরে মীর সাদী হত্যা ঘটনায় মায়ের মামলা

রেলগেট এলাকার মীর সামির সাকিব সাদী (৩৫) খুনের ঘটনায় কোতোয়ালি অজ্ঞাত আসামিদের নামে থানায় মামলা হয়েছে। ১৯ মার্চ রাতে নিহত সাদীর মা কামরুন্নাহার বেগম আসামি অজ্ঞাত করে মামলা করেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানিয়েছেন,  ঘটনা তদন্তে একাধিক টিম মাঠে কাজ করছে, দ্রুত ঘটনায় জড়িতরা শনাক্ত ও আটক হবে বলেও জানান তিনি।
১৭ মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের মুজিব সড়ক জয়তী সোসাইটির পেছনে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা মীর শওকত আলীর ছেলে সাদীকে ছুিরকাঘাতে ও গুলি করে হত্যা করে।

ধারনা করা হচ্ছে স্থানীয় মুজিব সড়কের ভিআইপি কাপড়ের মার্কেট ও পাশের রেলবাজার কেন্দ্রিক আধিপত্য ও অর্থনৈতিক হিস্যা দ্বন্দ্বেই এই খুন হয়েছে।

থানা পুুলিশের দাবি, ওই তথ্য সামনে নিয়ে তদন্ত এগুলে সাদী হত্যাকারী কারা তা পরিস্কার হবে। তবে হত্যাকান্ড ঘটনার রাতে সাদীর চাচাতো ভাই রাকিব ঘটনায় জড়িত বলে ট্যাটু সুমন ও মেহেদীর নাম বললেও গতকাল রাতে সাদীর মা কামরুন্নাহার বেগম আসামি অজ্ঞাত করে মামলা দিয়েছেন। এছাড়া হত্যাকান্ডের সময় ও ঘটনার বিস্তর বর্ননা করেছেন।
ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ১৯ মার্চ সন্ধ্যায় এজাহার জমা দিলেও সেখানে কিছু ত্রুটি থাকায় সংশোধন করে রাতে ফের জমা দিয়েছেন। ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দেয়া হয়েছে। তবে প্রথমে জড়িতদের নাম প্রকাশ করা হলেও পরিবারের পক্ষে কেন আসামি অজ্ঞাত করা হল এ ব্যাপারটি পরিস্কার করেননি কাজী বাবুল।
তিনি জানিয়েছেন, তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজগুলো নিয়েও কাজ চলছে। আইনপ্রয়োগকারী সংস্থার তদন্তেই পরিস্কার হবে ঘটনা কারা ঘটিয়েছে। ইতিমধ্যে কাজ এগিয়েছে। দ্রুতই জড়িতরা আটক হবে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর