মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহ পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ এখলাস শেখের পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, নির্বাহী সদস্য এম এ জলিল, মোঃ আবু সালেহ, মেজবাহ, সহ-সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, সহ-সভাপতি মোঃ রমিজ উদ্দিন শেখ, এস এম সাইফুল ইসলাম কবির, অর্থ প্রচার সম্পাদক মোঃ নাজমুল, সদস্য মোঃ রফিকুল ও তাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। তাঁরা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
আলোচনা শেষে সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিশেষ দোয়া করা হয়।







