Saturday, December 6, 2025

লোহাগড়ায় ডাকাত দলের হাত থেকে বাঁচতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ডাকাত দলের সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকাবাসীকে তাঁদের হাত থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে ভুক্তভোগী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ডাকাতির শিকার হওয়া পরিবারগুলোর সদস্য জোৎস্না বেগম, শেফালি বেগম, মো. সাগর শেখ, পারভেজসহ অনেকে।

মানববন্ধনকারীদের অভিযোগ, গত দুই মাসে নোয়াগ্রাম এবং পার্শ্ববর্তী বয়রা ও ঘাঘা এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নোয়াগ্রাম এলাকার একাধিক মামলার আসামি আসমা বেগম, আব্দুর নূর তুষার, সাদ্দাম, আকাশ, হান্নান, বিপ্লব, শিপন, ভাষান ও খায়রুল জড়িত রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা লোহাগড়া থানায় মামলা ও অভিযোগ করেছেন। এসব মামলায় আসমা বেগম দুইবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আসেন। তবে তার সহযোগীদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। এদিকে, ডাকাতদের বিরুদ্ধে মামলা এবং অভিযোগ দায়ের করায় ভুক্তভোগীরা এখন উল্টো হুমকি-ধামকির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মিথ্যা নির্যাতনের মামলা দায়ের করেছেন আসমা বেগম। তারা প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন।

জোৎস্না বেগম বলেন, গত ৩০ জানুয়ারি আমার বাড়িতে হওয়া ডাকাতির ঘটনায় আমরা মামলা করেছিলাম। ওই মামলায় আসমা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু কয়েকদিন পর জামিনে বের হয়ে আসেন। জামিনে এসে আসমা আমাদের হুমকি দিচ্ছে। নির্যাতনের একটি মিথ্যা মামলা দিয়েছে, নানা ধরনের হয়রানি করছে এবং আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।

শেফালি বেগম বলেন, ডাকাত দল আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়িতে থাকতে পারছি না, পালিয়ে বেড়াচ্ছি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আসমার নামে ২০২২ সালে একটি হত্যা মামলা রয়েছে এবং তিনি চুরি ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়ে আদালতে প্রেরিত হন। তুষারের নামেও একাধিক মামলা রয়েছে। এদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনগণের ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধারের জন্যও আমরা কাজ করছি।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর