Friday, December 5, 2025

পাইকগাছায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাওলানা গ্রেপ্তার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় এক মক্তবের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাওলানা আবুল কাসেম শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমনগর সরদারপাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মক্তবে মাওলানা আবুল কাসেম শিশুদের কোরআন শিক্ষা দিতেন। ঘটনার দিন তিনি অন্য শিশুদের ছুটি দিয়ে ৯ বছর বয়সী এক ছাত্রীকে হাতের লেখা শেখানোর জন্য রেখে দেন। অভিযোগ, এই সময় তিনি শিশুটিকে যৌন হয়রানি করেন।

শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মাওলানা আবুল কাসেমকে গ্রেপ্তার করে। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্ত মাওলানা আবুল কাসেম শেখ কাশিমনগর গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছেন। তবে, কপিলমুনি ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলাম জানিয়েছেন, আবুল কাসেম জামায়াতের কোনো পদে নেই।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর