Sunday, April 27, 2025

বিশ্ববাজারে ফের বেড়েছে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম আবারও আউন্সপ্রতি তিন হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এশিয়ার বাজারে সোনার দাম ১৬ দশমিক ৭৬ ডলার বেড়ে ৩ হাজার ১৪ ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে গোল্ড প্রাইস ডট অর্গ।

এর আগে গত শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম তিন হাজার ডলারে ওঠে। এরপর কিছুটা কমলেও, আজ আবার দাম বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, ভূরাজনৈতিক অস্থিরতা ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।

বিশ্বজুড়ে চলমান ভূ-অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তা সোনার দামের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে বর্ধিত শুল্কযুদ্ধের ফলে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান বাজার কৌশলবিদ জো কাভাতোনি জানিয়েছেন, অর্থনৈতিক জটিলতা বাড়ার কারণে মানুষ নিরাপদ বিনিয়োগের জন্য সোনার দিকে ঝুঁকছেন।

এছাড়া, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গেও সোনার দামের সম্পর্ক রয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে সোনার বাজারেও।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের বাজারেও সোনার দাম বেড়েছে। গত রোববার প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর সোমবার থেকে কার্যকর হয়েছে।

গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম ৩ দশমিক ৪৩ শতাংশ, ছয় মাসে ১৫ দশমিক ৮৭ শতাংশ এবং এক বছরে ৩৮ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। গত ২০ বছরে এই বৃদ্ধির হার ৫৮২ দশমিক ৬৭ শতাংশ।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে সোনাকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয়। বিশ্বের অন্যান্য বিনিয়োগ মাধ্যমের তুলনায় সোনা অধিক স্থিতিশীল। বিশেষ করে শেয়ারবাজার ও মুদ্রার দামের ওঠানামার তুলনায় সোনা একটি নির্ভরযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর