যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে এগারোটায় শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে। আহত সাদী ওই এলাকার শওকতের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাদী ও তার স্বজনেরা জানান, ডিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রমরোডের আলীর ছেলে মেহেদী সাদীর কাছে চাঁদা দাবি করে আসছিলো। তার জেরেই রাতে সাদীকে নিজবাড়ীর সামনে পেয়ে ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাকিরুল জানান, সাদীর বুকে ও গলায় দুইটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
রাতদিন সংবাদ







