Friday, December 5, 2025

যশোরে চৈত্রের শুরুতে হঠাৎ ঝড় বৃষ্টি সাথে শিলা

যশোরে ব্যাপক ঝড় হয়েছে। রাত ১০ টার পর থেকে যশোরের বিভিন্ন এলাকায় শুরু হয় ধূলিঝড়। এরপর কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি বাড়তে শুরু করে। সঙ্গে শিলাবৃষ্টিও।এদিকে ঝড়ের মৌসুম আসার আগেই চৈত্রের ঝড়ের থাবায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই ঝড়কে বছরের শুরুতে প্রকৃতির অশনিসংকেত বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এ বিষয়ে যশোরের আবহাওয়া অফিস সূত্র জানায়, ঝরের গতিবেগ ছিলো ২৫ কিলোমিটার। ১৫ মিনিটেএক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও শিলা বৃষ্টি হয়েছে দুই মিনিট।

এদিকে, সদ্য গুটি আসা আম ও আমের মুকুল, রসুনসহ বিভিন্ন ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই ঝড়-বৃষ্টি । ঝড়ের কারণে অসংখ্য গাছপালা ভেঙে গেছে। তবে রাত গভীর হওয়ার কারণে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর