মোরেলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়নের ২৫ নম্বর জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রানা দিদার এবং পরিচালনা করেন যুবদল দৈবজ্ঞহাটি ইউনিয়নের মো. রুবেল খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মদল বাগেরহাটের আহ্বায়ক মো. আল-আমিন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শেখ মিজানুর রহমান ডিয়ার, মোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস মুন্সি, ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির নেতা আলম পারভেজ লিটন, ইলিয়াছ সরদার, ওয়ার্ড সভাপতি সরদার জাকির হোসেন, সাবেক যুবদল নেতা মিজানুর রহমান মিজান, শ্রমিকদল সভাপতি মো. তুহিন মল্লিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদল মো. আতিক তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মাইদুল ইসলাম, সেলিমাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রিয়াজ হোসেন বাবু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জোবায়ের হোসেন গাজী এবং দৈবজ্ঞহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বি প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত সকলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।







