Friday, December 5, 2025

মোরেলগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

মোরেলগঞ্জ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯০ রশি বাসস্ট্যান্ডসহ মোরেলগঞ্জ বাজারের হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন ফল ও মুদির দোকান পরিদর্শন করা হয়। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে খাবারের মান বৃদ্ধি, মূল্য তালিকার তদারকি এবং ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ৭ ব্যবসায়ীকে জরিমানাভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। তারা হলেন— মুদি ব্যবসায়ী আমিনুল ইসলাম (২,০০০ টাকা), জসিম উদ্দিন (২,০০০ টাকা), সাহারাফ হোসেন (২,০০০ টাকা), হোটেল ব্যবসায়ী বেল্লাল (১,০০০ টাকা), আনোয়ার (১,০০০ টাকা), ব্যবসায়ী রিদয় (১,০০০ টাকা) এবং জাহিদ (১,০০০ টাকা)।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর