যশোর জেলরোডের বাসিন্দা ঠিকাদার আতিয়ার রহমান মুকুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর যশোর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে নামাজের জানাজা শেষে বাহাদুরপুরের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শুক্রবার রাত আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মুকুলের মৃত্যুতে জেলরোডে শোকের ছায়া নেমে এসেছে।
তার একমাত্র মেয়ে ডাক্তার আমেনা রহমান রিমু জানান, তার বাবা মুকুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সুস্থ অবস্থায় সিলেটে তার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রোববার রাত আড়াইটায় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতিয়ার রহমান মুকুলের নামাজের জানাজায় অংশ নেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, ঠিকাদার গোলাম মোর্তজা, আসলাম হোসেন, রেজাউল ইসলাম, যশোর হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মহিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আতিয়ার রহমান মুকুল রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়ার চাচা ও উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহিদ আহম্মেদ লিটনের মামা। মুকুলের মৃত্যুকে শোক প্রকাশ করেছে রাতদিন নিউজ পরিবার।
রাতদিন সংবাদ