নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার চর জয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আকরাম শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ উপজেলার চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।
নিহতের পরিবারের দাবি, আকরাম শেখ সন্ধ্যায় স্থানীয় তফসিরের দোকানে চা পান করতে গেলে প্রতিপক্ষ আনসার জমাদার গ্রুপের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”