নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এ সভা আয়োজন করা হয়।
সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ ক্যাম্পেইনটি ৯৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং জেলায় মোট ৯৮ হাজার ৫৬২ জন শিশুকে ১৫ মার্চ, শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯৭০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ (১ লক্ষ আই. ইউ.) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ (২ লক্ষ আই. ইউ.) ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।







