Saturday, December 6, 2025

খাজুরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১ লাখ টাকা জরিমানা, এক ইটভাটা বন্ধ

যশোরে পরিবেশ দূষণ রোধে ১৮০টি অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় খাজুরায় তিনটি ইটভাটাকে সর্তকতা করে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে একটি ভাটার কার্যক্রম।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ঢাকার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের যশোর জেলার উপ-পরিচালক সাঈদ আনোয়ার, আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের পৃথক দু’টি দল।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চন্ডিপুর আরামবাগ মোড়ের বিশ্বাস ব্রিকস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ধর্মগাতীর লায়ন ব্রিকস ৪ লাখ, জহুরপুরের লস্কর ব্রিকস ৫ লাখ ও শেখ ব্রিকস ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই সাথে লাইসেন্স নবায়নের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের যশোর জেলার উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, তিনটি ইটভাটাকে ১১লাখ টাকা জরিমানা ও একটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ওই তিন ভাটাকে দ্রুত লাইসেন্স নবায়নের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর