বাংলাদেশ ওলামা মাশায়েখ পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পার্কভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের তাকওয়া, খোদাভীতি অর্জন করতে হবে। রাষ্ট্র যারা পরিচারনা করে সবার মধ্যে যে গুন থাকা দরকার তা হলো তাকওয়া। রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালকারীদের মধ্যে যদি তাকওয়া থাকে তা হলে সেই রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে ইনসাফ।
বিগত ১৫ বছর আমরা রমজানে উলামা মাশায়েখদের নিয়ে একসাথে ইফতার করতে পারেনি। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদীর বিদায় হওয়ায় আমাদের একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র গঠনে আমাদের গুরুত্বপূর্ণ রাখতে হবে।
এছাড়া, ফোরাম অব ডিল্পোম ইঞ্জিনিয়ার্স (এফডিইবি) যশোরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের ক্যান্ডেলাইট রেস্তুরেন্টে আনুষ্ঠিত এ ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর তারবিয়ত সেক্রেটারি আহসানুল কবির।
ওলামা মাশায়েখ পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, আব্দুল কুদ্দুস, মুহাদ্দিস মাওলানা বোরহান উদ্দীন, অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ, মুফতি মাওলানা ইয়াছিন আলম প্রমুখ। সভা পরিচালনা করেন ওলামা মাশায়েখ পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শফিকুর রহমান।
ফোরম অব ডিল্পোম ইঞ্জিনিয়ার্স (এফডিইবি) যশোরের সভাপতি প্রকৌশলি আবু আহমেদের সভাপতিত্বে ইফতার মহফিলে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রকৌশলি খন্দকার রাশিদুজ্জামান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
রাতদিন সংবাদ