নেশার টাকা না পেয়ে ভাইয়ের নির্মানাধীন বাড়ি ভাঙ্গার চেষ্টাসহ স্থানীয় লোকজনকে মারপিটের অভিযোগে ওমর ফারুক (২৩) নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ফারুক যশোর সদর উপজেলার সূতীঘাটা কামালপুর গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে।
কোতয়ালি থানার এসআই পায়েল কুন্ডু জানান, রোববার রাত ৯ টায় খবর পান ওমর ফারুক নামে এক যুবককে স্থানীয় লোকজন ধরে রেখেছে। ঘটনাস্থলে পৌছে পুলিশ জানতে পারেন, ওই যুবক নেশাগ্রস্থ অবস্থায় তার আপন ভাইয়ের নির্মানাধীন বাড়ি ভাঙ্গতে শুরু করে। এসময় স্থানীয়দের কয়েকজন বাধা দিলে তাদেরকে মারপিট করে। পরে আশপাশের লোকজন এসে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এঘটনায় মামলা হয়েছে।
রাতদিন সংবাদ