লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দুর্যোগের পূর্বভাস, প্রস্তুতি; বাঁচায় প্রাণ, কমায় ক্ষতি।’
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে লক্ষীপাশা কওমীয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহাগুজ্জামান, সাংবাদিক রেজাউল করিম, শরিফুল ইসলাম আক্কাস প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হারুনুর রশিদ, অভিজিৎ কুমার মণ্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মাদ্রাসার ছাত্র ও সাংবাদিকরা।







